উপজেলা নির্বাচন অফিস, শার্শা, যশোর এ আপনাকে স্বাগতম
“ক” ও “ক-১” ক্যাটাগরিভুক্ত আবেদনসমূহ অত্র অফিস, “খ” ও “খ-১” ক্যাটাগরিভুক্ত আবেদনসমূহ সিনিয়র জেলা নির্বাচন অফিস, যশোর; “গ” ক্যাটাগরিভুক্ত আবেদনসমূহ আঞ্চলিক নির্বাচন অফিস, খুলনা এবং “ঘ” ক্যাটাগরিভুক্ত আবেদনসমূহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা হতে নিষ্পত্তি করা হয়।
অত্র অফিসে কোনরূপ নগদ অর্থ লেনদেন করা হয় না। অত্রাফিসের কারো সাথে নগদ অর্থের কোনপ্রকার লেনদেন না করার জন্য সম্মানিত সেবাগ্রহীতাদের অনুরোধ করা হলো। এ সংক্রান্ত কোন তথ্য বা অভিযোগ থাকলে উপজেলা নির্বাচন অফিসারকে অবহিত করুন।